সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

তালায় ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজের ইন্তেকাল

তালা প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলা ইসলামকাটি ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলিল লেখক শেখ আব্দুল আজিজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ২ সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। শেখ আব্দুল আজিজ ইসলামকাটি গ্রামের মৃত. নসিম উদ্দিন শেখের ছেলে ।

পরিবারের সদস্য জানান, তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। ৯দিন আগে খুলনা গাজী মেডিকেল হাসপাতালে থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ছিলেন। রোববার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে খুলনা নেওয়ার পথে রাত দেড়টার দিকে পাটকেলঘাটায় পৌঁছালে তার মৃত্যু হয়।

তারা মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন