সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

শ্যামনগরে সুপেয় পানি সরবরাহের জন্য পানির প্লান্ট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার সুুন্দরবন উপকূলীয় উপজেলা শ্যামনগরে দৈনিক ১০ হাজার মানুষের সুপেয় খাবার পানি সরবরাহের জন্য পানির প্লান্ট উদ্বোধন করা হয়েছে। যুক্তরাজ্যস্থ্য মিনহা ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় বৃহস্পতিবার ( ১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার চকবারা গ্রামে ২০ লক্ষাধিক টাকা ব্যয়ে উক্ত পানির প্লান্টের উদ্বোধন করা হয়।

পানির প্লান্ট উদ্বোধন শেষে সেখানে বাংলাদেশ হুফ্ফাজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানার ছাত্রদের নিয়ে বার্ষিক কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন এতিমখানার ৫০ জন ছাত্র অংশগ্রহণ করে।

এ সময় উপস্থিত ছিলেন মিনহা ফাউন্ডেশনের বাংলাদেশের প্রতিনিধি মোস্তফা হুমায়ুন কবির, মারকাজুল ফুরকান হিফজ মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ ক্বারী আব্দুল হান্নান তারেক, বায়তুল কুরআন মাদ্রাসার পরিচালক হাফেজ মাও. কাওছার আহমেদ খান, মিনহা হিফজুল কুরআন ও ইয়াতিম খানার পরিচালক হাফেজ মো. এমদাদুল হক, তত্ব্াবধায়ক গাজী আব্দুল মান্নান, ইউপি সদস্য রবিউল ইসলাম সরদার, মাস্টার শফিকুল ইসলাম প্রমুখ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন