মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

গলায় ফাঁস দিয়ে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

তালা প্রতিনিধি

সাতক্ষীরার তালায় নদী বিশ্বাস (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার বিকালে উপজেলা জালালপুর ইউনিয়নে জেঠুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত নদী বিশ্বাস জেঠুয়া গ্রামের কার্তিক বিশ্বাসের মেয়ে।

জানা গেছে, বুধবার বিকালে জেঠুয়া গ্রামে নিজ বাড়িতে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে পরিবারে লোকজন ঝুলন্ত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে তালা থানা পুলিশ লাশ উদ্ধার করে।

প্রেম ঘটিত বিষয় নিয়ে সে আত্মহত্যা করেছে বলে জানান, জালালপুরের ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন