শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

তালায় বাল্যবিবাহ উদ্যোগের দায়ে মেয়ের পিতাকে জরিমানা

তালা প্রতিনিধি

তালায় কিশোরী মেয়েকে বাল্যবিবাহে উদ্যোগ নেওয়ার অপরাধে মেয়ের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন দিনের কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার (৫ জানুয়ারি) বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন এ আদেশ জারী করেন। এ সময় বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা জারি, মুচেলকা গ্রহণ এবং মেয়েটির লেখাপড়া চালিয়ে নেবার আদেশ দেয়া হয়।

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, সোমবার দুপুরে উপজেলার মাছিয়াড়া গ্রামে এক স্কুল ছাত্রীর বাল্যবিবাহ হবার কথা ছিল। সে খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। এ খবর শুন ঘটনাস্থলে হাজির হন তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন, মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার, খলিলনগর ক্যাম্পের ইনচার্জ শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল। এ সময় বর পক্ষ মেয়ের বাড়িতে না এসে অন্যত্র সরে পড়ে।

এদিকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা মোতাবেক কিশোরী মেয়েকে বাল্যবিবাহ অপরাধে মেয়ের পিতাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন দিনের কারাদ- দিলে তিনি নগদে উক্ত টাকা পরিশোধ করেন। এ সময় বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা জারি, মুচেলকা গ্রহণ এবং মেয়েটির লেখাপড়া চালিয়ে নেবার আদেশ দেয়া হয়।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শমারমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন