মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরা জজকোর্টের পিপির অপসারনের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা জজকোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ কর্তৃক মুক্তিযোদ্ধাদের কটাক্ষের প্রতিবাদে ও তাকে অপসারনের দাবিতে মানববন্ধন করেছেন মুক্তিযুদ্ধারা। সাতক্ষীরার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দের আয়োজনে রোববার (২১ জানুয়ারি) বেলা ১১টায় শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশাররফ হোসেন মশু। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা জি এম আব্দুল গফুর, বীর মুক্তিযোদ্ধা এড. মোস্তফা নূরুল আলমসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা।

বক্তারা এসময় বলেন, সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ ওরফে খাটাল লতিফ পিপির পদ ব্যবহার করে নানা অনিয়ম দূর্নীতি করে যাচ্ছেন। সম্প্রতি তিনি মুক্তিযোদ্ধাদের সম্পর্কেও নানা আপত্তিকর মন্তব্য করেছেন। যা খুবই দুঃখজনক। মানববন্ধন থেকে বক্তারা অ্যাড, আব্দুল লতিফের পিপি পদ থেকে অপসারণের জোর দাবী জানান।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন