মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

বৈকারী সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় আটটি স্বর্ণের বার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার বৈকারী সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় আটটি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। রোববার (৩১ ডিসেম্বর) বেলা ১ টার দিকে এ স্বর্ণের বার গুলো উদ্ধার করা হয় ।

উদ্ধারকৃত স্বর্ণের বার গুলোর ওজন ১১৬ দশমিক ৬৪০ মিলিগ্রাম। যার আনুমানিক মূল্য ৮৬ লক্ষ ৫০ হাজার টাকা।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন বৈকারী বিওপির সদস্যরা বেলা ১টার দিকে বৈকারী সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৮টি স্বর্ণের বার উদ্ধার করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে স্বর্ণ চোরাচালানীরা স্বর্ণের বার গুলো ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত স্বর্ণের বার গুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসের জমা পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন