মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

আনুলিয়া পাইওনিয়ার বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার আশাশুনির আনুলিয়া পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও ম্যানেজিং কমিটি গঠণ প্রক্রিয়া নিয়ে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ নূরুল আলম বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে জানা যায়, সাতক্ষীরার আশাশুনি উপজেলাধীন আনুলিয়া পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার বিশ্বাস কর্তৃক বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনে অনিয়ম দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে আশাশুনি সহকারী জজ আদালতে মামলা দায়ের করা হলে আদালত নির্বাচন প্রক্রিয়ার উপর স্থগিত আদেশ দেন। ফলে নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থ হয়ে প্রধান শিক্ষক বিদ্যালয়ে ৪ টি পদে নিয়োগ থাকায় অবৈধ নিয়োগ বানিজ্য ও আর্থিক দুর্নীতির হিসাব না দেওয়ার জন্য নিজের পছন্দের লোকজনদের নিয়ে এডহক কমিটি গঠনের ষড়যন্ত্র শুরু করেছেন। যাতে পরবর্তীতে ম্যানেজিং কমিটি নির্বাচন করে অবৈধভাবে নিয়োগ বানিজ্য করতে পারেন।

অভিযোগে আরো বলা হয়, প্রধান শিক্ষক সুকুমার বিশ্বাস বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও সদস্যদের তোয়াক্কা না করে সম্পূর্ন একক ভাবে নিজের ইচ্ছামত কাজ করার অজুহাতে লক্ষ্য লক্ষ্য টাকা আত্বসাৎ করছেন। এসব বিষয় জানতে সভাপতি বারবার মৌখিক ও লিখিত ভাবে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভা ডাকার জন্য প্রধান শিক্ষককে অনুরোধ করা সত্ত্বেও তিনি কোন গুরুত্ব দিচ্ছেন না। এমনকি বিদ্যালয়ের আর্থিক লেনদেনের হিসাব না দিয়ে নিজের ইচ্ছা খেয়াল খুশিমত অর্থ আত্বসাৎ করে চলেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার বিশ্বাস যাতে নিজেন পছেন্দের লোকজনদের দিয়ে এডহক কমিটি গঠন করতে না পারেন এবং বিদ্যালয়ের অর্থ আত্মসাতের বিষয়টি তদন্ত পূর্বক তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন পরিচালনা পরিষদের সভাপতি মোঃ নুরুল আলম।

এবিষয় জানার জন্য আনুলিয়া পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার বিশ্বাসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন