বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি

পুলিশ কন্সটেবলসহ বিভিন্ন সরকারি পদে চাকুরি দেওয়ার নামে অসংখ্য ব্যক্তির কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নুরুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করেছে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে গোপালগঞ্জ জেলা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নুরুল ইসলাম সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের আবদুস সামাদের ছেলে।

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক ইয়াসিন আলম চৌধুরী জানান, পুলিশ কন্সটেবলসহ বিভিন্ন সরকারি পদে চাকুরি দেওয়ার নামে অসংখ্য ব্যক্তির কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নিয়েছে নুরুল ইসলাম। তার বিরুদ্ধে চাকুরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার কমপক্ষে ২০ টি লিখিত অভিযোগ রয়েছে আমাদের হাতে। এই অভিযোগে সোমবার রাতে নুরুল ইসলামকে গোপালগঞ্জ জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে সে গোপালগঞ্জে পালিয়ে ছিল। তার বিরুদ্ধে আরও দুটি প্রতারণার মামলা রয়েছে বলেও জানান তিনি।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন