Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content
সাতক্ষীরা-২ আসন

ভাগ্য খুললো জাপা নেতা আশরাফুজ্জামান আশুর

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে ভাগ্য খুললো জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশুর। এই আসনে শেষ পর্যন্ত মহাজোটের মূল প্রার্থী হিসাবে তিনিই টিকে রইলেন। এই হিসাবে তাকে লড়তে হবে বর্তমান সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ ররি সহ অন্যান্য প্রার্থীদের সাথে।

এদিকে সাতক্ষীরা জেলা অওয়ামী লীগের একাধিক নেতা জানান, কেন্দ্রের সিদ্ধান্তের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। যেহেতু নেত্রী সিদ্ধান্ত দিয়েছেন সেহেতু পূর্ণ শক্তি সমার্থ দিয়ে তাকে সমর্থন করা হবে। এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ তাই কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নে সর্বাত্বক চেষ্টা চালানো হবে।

প্রসঙ্গত, নবম জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ২ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন মহাজোট প্রার্থী জাপা নেতা এম, এ জব্বার।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন