মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

তালায় দু’টি বাল্যবিবাহ বন্ধ করল প্রশাসন

তালা প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলায় দু’টি বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৫ ডিসেম্বর) উপজেলার খেশরা ইউনিয়নের দক্ষিণ শাহাজাতপুর গ্রামে বিয়ে দু’টির আয়োজন করা হয়েছিল। এ সময় উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক কর্মকর্তা ও পুলিশের হস্তক্ষেপে উক্ত বিবাহ বন্ধ করা হয়েছে।

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, শুক্রবার খেশরা ইউনিয়নের দক্ষিণ শাহাজাতপুর গ্রামে অষ্টম শ্রেণির এক ছাত্রী (১৩) ও সপ্তম শ্রেণির এক ছাত্রীর (১২) বিয়ের আয়োজন করে দুই পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক মোঃ আসাদ ও বালিয়া পুলিশ ক্যাম্পের এসআই শফিউল্লাহ মোল্যাসহ একদল পুলিশ সেখানে হাজির হয়।

এ সময় কনের বাবারা ভুল স্বীকার করে ১৮ বছর বয়সের আগে মেয়েকে বিয়ে দেবেন না বলে মুচলেকা দেন। একই সাথে আগামী ১৮ ডিসেম্বর তালা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ছেলে-মেয়েসহ অভিভাবকরা উপস্থিত হবেন বলে জানান।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন