মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

দেবহাটায় মৎস্য শিকারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ভাতশালা-কোমরপুর স্লুইস গেট সংলগ্ন খালপাড় থেকে মনিরুল ইসলাম (৫২) নামের এক মৎস্য শিকারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভোরে পথচারীরা মরদেহটি দেখে স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দেয়। পরে গ্রামবাসি মরদেহটি মৎস্য শিকারী মনিরুল ইসলামের বলে সনাক্ত করে।

নিহত মনিরুল ইসলাম সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত আলাউদ্দীনের ছেলে।

পারুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা জানান, মনিরুল ইসলাম প্রতিদিন ন্যায় বুধবার সন্ধ্যায় মাছ ধরার জন্য ভাতশালা-কোমপুর স্লুইস গেট সংলগ্ন খালে যায়। তবে মাছ ধরতে গিয়ে সে আর বাড়িতে ফিরেনি। বৃহস্পতিবার ভোরে পথচারীরা তাকে খাল পাড়ে পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন। পরে স্থানীয়রা মনিরুলকে শনাক্ত করে।

তিনি আরো জানান, যেখানে দেহটি পড়ে আছে তার পাশে খালে মাছ ধরা বঁড়শি পাতা এবং মাছের পাত্রটিও রয়েছে। ধারণা করা হচ্ছে মাছ ধরার সময় রাস্তার পাশে অসুস্থ হয়ে পড়ে মারা যেতে পারেন তিনি। তবে তিনি বহুদিন ধরে অসুস্থ থাকায় ভারী কোন কাজ করতে পারেন না।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আক্তার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এরপর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। তবে ওই ব্যক্তি ইতিপূর্বে হৃদরোগে আক্রান্ত হয়েছিল বলে জানাতে পেরেছি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন