সাতক্ষীরার আশাশুনিতে ধানক্ষেতে নিজের পাতা ইঁদুর মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খোকন সানা (৪৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাইনতলার বিলে এই ঘটনা ঘটে।
নিহত খোকন সানা সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বাইনতলা গ্রামের কেয়ামুউদ্দিন সানার ছেলে।
স্থানীয় শিক্ষক কল্যাণ কুমার গাইন জানান, আমন ধানের ক্ষেতে ইঁদুরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় খোকন তার জমিতে বৈদ্যুতিক ফাঁদ স্থাপন করে। রোববার রাত সাড়ে ১০টার দিকে ধান ক্ষেতে গেলে অসাবধানবশতঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ(ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
খুলনা গেজেট/ এএজে

