মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সুন্দরবনে বনবিভাগের অভিযান, আটক ৬ জেলে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

পশ্চিম বন বিভাগের আওতাধীন সুন্দরবনের নদীতে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ৬ জেলেকে আটক করেছেন সাতক্ষীরা রেঞ্জের নোটাবেকী বন টহল ফাঁড়ির সদস্যরা।

আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ৬টার দিকে সুন্দরবনের মানিকচরা খালে মাছ ধরার সময় নোটাবেকী টহল ফাঁড়ির ওসি শাহাদাৎ হোসেনের নেতৃত্বে বনকর্মীরা জেলেদের আটক করে। এসময় জেলেদের ব্যবহৃত ২টি নৌকা ও জালসহ অনান্য মালপত্র জব্দ করে বন কর্মীরা।

আটক ৬ জেলে হলো, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সিংহড়তলী গ্রামের গফ্ফার গাজীর ছেলে নূরুজ্জামান গাজী, আব্দুল বারী সানার ছেলে রাজ্জাক সানা, সামছুর সানার ছেলে সিরাজুল সানা এবং টেংরাখালী গ্রামে জব্বার গাজীর ছেলে আনিছুর গাজী, বারী মোড়ললের ছেলে আতিয়ার ও মতিয়ার।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জেলেদের বন আইনে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন