মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ট্রাকের পিছনে ধাক্কা, ইঞ্জিনচালিত ভ্যান চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার দেবহাটায় ট্রাকের পিছনে ধাক্কা লেগে শিমুল গাজী নামের এক ইঞ্জিন ভ্যান চালকের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে দেবহাটা উপজেলাধীন সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের পারুলিয়া বালিকা বিদ্যালয়ের সামনে এঘটনা ঘটে।

নিহত ইঞ্জিন ভ্যান চালক শিমুল গাজী (২৬) সাতক্ষীরা সদর উপজেলার ধলবাড়িয়া গ্রামের আব্দুল গফফারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাতক্ষীরা থেকে একটি ট্রাক (যশোর-ট ১১৩৫৪০) কালীগঞ্জের দিকে যাচ্ছিল। পতিমধ্যে বেলা ১১টার দিকে দেবহাটা উপজেলাধীন সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের পারুলিয়া বালিকা বিদ্যালয়ের সামনে পৌছালে ট্রাকটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের শেখ রাসেল দিবসের একটি র‌্যালির পিছনে পড়ায় ধীরে চলছিল।

এসময় দ্রুত গতির একটি ইঞ্জিন ভ্যান ট্রাকের পিছনে এসে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়ে গিয়ে ইঞ্জিন ভ্যান চালক শিমুল গুরুতর আহত হয়। শিমুলকে উদ্ধার করে দ্রুত সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খুলনা গেজেট/ টিএ

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন