মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২
তালা উপজেলা নাগরিক কমিটি

‌‘সুন্দরবন মন্ত্রণালয় ঘোষণার বিষয়টি আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করার আহ্বান’

তালা প্রতিনিধি

দক্ষিণ-পশ্চিম অঞ্চলকে রক্ষার জন্য সুন্দরবন মন্ত্রণালয় ঘোষণার বিষয়টি বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের অন্তর্ভুক্ত করার জন্য আহ্বান জানিয়েছেন তালা উপজেলা নাগরিক কমিটি।

সোমবার সকালে তালা প্রেসক্লাবে নাগরিক কমিটির পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আহ্বান জানান। সংবাদ সম্মেলনে উপজেলা নাগরিক কমিটি সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোর্য়াদ্দার উপস্থিত ছিলেন।

তালা উপজেলা নাগরিক কমিটির সম্পাদক সফিকুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, হাজারও সমস্যায় জর্জরিত দক্ষিণ-পশ্চিম অঞ্চল। এই উপকূল অঞ্চলের খুলনা, সাতক্ষীরা যশোহর জেলার ৬০ লাখ লোকের বসবাস, জলবায়ু পরিবর্তনের কারণে এ অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ, জলবদ্ধতা, লবণাক্ততা, নদী ভরাটের কারণে এ অঞ্চলে মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। সুন্দরবনের ছোট একটা অংশ ভারতে তবুও সেখানে সুন্দরবন মন্ত্রণালয় গঠন করেছে। বাংলাদেশের মাত্র কয়েক লাখ মানুষের বসবাস চট্টগ্রামের পাহাড়ি এলাকায় সেখানে আমাদের মন্ত্রণালয় আছে। কিন্তু বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ৬০ লাখ মানুষ প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছে তাদের জন্য কোন মন্ত্রণালয় বা কোন বোর্ডও নেই। এজন্য দক্ষিণ পশ্চিম অঞ্চলে ৬০ লাখ মানুষের বাঁচিয়ে রাখার জন্য সুন্দরবন মন্ত্রণালয় গঠনের বিষয়টি বাংলাদেশ আওয়ামী লীগ দলের নির্বাচনী ইশতেহারে সংযুক্ত করার জন্য জোর সুপারিশ জানাচ্ছি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন