মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২
শিক্ষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের দাবি

সাতক্ষীরায় সহস্রাধিক প্রতিষ্ঠানে বিশ্ব শিক্ষক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

“কাঙ্খিত শিক্ষা পেতে যেমন শিক্ষক চাই, শিক্ষক সংকট ঠেকাতে বৈশ্বিক উদ্যোগ চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (৫ অক্টোবর) সাতক্ষীরায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় পলিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। দিবসটি উপলক্ষে জেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে গ্রহণ করা হয় নানা কর্মসূচি। কর্মসূচির মধ্যে ছিল শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় শ্রদ্ধা জ্ঞাপন, আলোচনা সভা, র‌্যালি ও শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কৃত করা।

দিবসটি উপলক্ষে সকালে স্বেচ্ছাসেবী সংগঠন মা ফাউন্ডেশন’র আয়োজনে ব্রহ্মরাজপুর ডি.বি ইউনাইটেড হাই স্কুলের অফিস রুমে আলোচনা সভা ও শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়। ডি.বি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের অধ্যক্ষ এ আর এম মোবাশ্বেরুল হক জ্যোতি, ধুলিহর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার মল্লিক, ডি.বি ইউনাইটেড হাই স্কুলের সরকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ, সিনিয়র সহকারি শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক ফয়জুল হক বাবু, সুকুমার সরকার, আবুল হাসান প্রমুখ।

এছাড়া জেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে শুরু হয় দিবসটির কার্যক্রম। শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীরাও তাদের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানায়।

এদিকে সাতক্ষীরা আব্দুল করিম আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলশুটিং এন্ড মেইনটেনেন্স শিক্ষক প্রশিক্ষণ কোর্সের ০৩ নং ব্যাচের প্রশিক্ষণার্থীরাও অনুরূপ কর্মসূচি পালন করে। প্রশিক্ষক আসাদুজ্জামান রকির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা ডে-নাইট কলেজের প্রভাষক রোজিনা আখতার, প্রভাষক আকরামুল ইসলাম, আহসানিয়া মিশন আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক সাইফুল আলম সিদ্দিকী, অর্চনা বালা রায়, মোঃ ফরহাদ হোসেন, মোঃ মুকুল হোসেন, আজহারুল ইসলাম, নিত্যানন্দ সরকার, মিজানুর রহমান, এএসএম হুমায়ুন কবির, পলাশ কুমার গাইন, তপন কুমার মন্ডল, সাজিদা খাতুন, অসিত বরণ মন্ডল, রেবা মন্ডল, মেহেদি হাসান, আশিকুর রহমান, আতিকুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় শিক্ষকরা শিক্ষা জাতীয়করণের ন্যায্য দাবি তুলে ধরে বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার মনোন্নয়নে সরকার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সরকারের উদ্যোগ নেওয়ার দাবি জানান বক্তারা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলের সিনিয়র শিক্ষক এসএম শহীদুল ইসলাম।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন