মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

কলারোয়ায় মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

কলারোয়া প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ফতেমা খাতুন (৩৪) এর মরদেহ উদ্বার করেছে পুলিশ। সে উপজেলার হেলাতলা ইউনিয়নের আব্দুল হকের মেয়ে।

নিহতের মায়ের অভিযোগ, মেয়ের বিয়ের হয় যশোরের ঝিকরগাছার হরিদ্রপোতা গ্রামের মনিরুল ইসলামের সঙ্গে বিয়ের পরে দুইটি ছেলে সন্তান হয় তাদের। জামাই মালয়েশিয়ায় যাওয়ার কারণে মেয়ে পিতার বাড়িতে আলাদা ঘের সন্তান নিয়ে থাকেন। শুক্রবার (২৯সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ছোট ছেলে বাইরে এসে ঘুরাঘুরি করতে থাকে, তখন ঘরের দরজা খোলা ছিলো। পরে মেয়ে ঘর থেকে বাহির না হওয়ায় তিনি ঘরে গিয়ে দেখেন তার মেয়ে খাটের ওপর পড়ে রয়েছে। গায়ে হাত দিয়ে দেখেন তার মেয়ে মারা গেছেন। গলায় দাগ আছে, কেউ শ্বাসরোধ করে হত্যা করতে পারে বলে তিনি ধারণা করছেন।

হেলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, খবর পেয়ে তিনি ঘটনা স্থানে যান। ফাতের সহিত টাকা পয়সা ও জমি নিয়ে একই এলাকার মোস্তফার সাথে কয়েকদিন ধরে মনোমালিন্য চলছিল বলে তিনি এলাকাবাসীর কাছ থেকে শুনেছেন।

থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় কলারোয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন