শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে আব্দুল জলিল গাজী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার(২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ীতে বিদ্যুৎ লাইনে কাজ করার সময় অসাবধানবসতঃ এই দূর্ঘটনা ঘটে।

বিদ্যুৎপৃষ্ঠে নিহত আব্দুল জলিল গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদচন্ডিপুর গ্রামে মো. মানিক গাজীর ছেলে।

পরিবারের বরাত দিয়ে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম বলেন, দুপুরের দিকে নিজ ঘরে বিদ্যুৎ লাইনের কাজ করার সময় অসাবধানবসতঃ বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর আহত হন আব্দুল জলিল ।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. নাজমুল হুদা আহত আব্দুল জলিলকে মৃত ঘোষণা করেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন