মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে আসাদুল ইসলাম গাইন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার(৮ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে নিজ পোলট্রি ফার্মে বিদ্যুতের লাইনে কাজ করার সময় অসাবধানবশত এ দূর্ঘটনা ঘটে।

বিদ্যুৎস্পষ্ট নিহত আসাদুল ইসলাম গাইন সাতক্ষীরা শ্যামনগর উপজেলার গুমানতলী গ্রামে কিসমত আলী গাইনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায় , আসাদুল ইসলাম বিকালে পোলট্রি ফার্মে বিদ্যুৎ লাইনের কাজ করছিলেন। এসময় অসাবধানবশত বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার সিরুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন