বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

মুক্তিযোদ্ধা, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী দিবস ঘোষণার দাবি সাতক্ষীরা মুক্তিযোদ্ধাদের

সাতক্ষীরা প্রতিনিধি

পহেলা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস এবং জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসের কমান্ডার হাসানুর ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডর মোশারফ হোসেন মশু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেপুটি কমান্ডার আবু বক্কর সিদ্দীক, ডেপুটি কমান্ডর সাতক্ষীরা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল অহেদ, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক কমান্ডার আলফাজ উদ্দীন, জেলা জাসদের সভাপতি কাজী রিয়াজ, মুক্তিযোদ্ধা আব্দুল বারী, মুক্তিযোদ্ধা অব্দুর রশিদ, এমএ খালেক প্রমূখ।

সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। দেশে মুক্তিযুদ্ধের চেতনা বস্তবায়ন করতে সকলের ঐক্যবদ্ধভাবে ভুমিকা পালন করা দরকার। এছাড়া বক্তারা পহেলা ডিসেম্বর জাতীয় ভাবে সরকারি ছুটিসহ মুক্তিযুদ্ধ দিবস ঘোষণা এবং জঙ্গীবাদ, সন্ত্রাস বিরোধী দিবস হিসেবে ঘোষণার দাবি জানান।

আলোচনা সভা শেষে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যলীটি জেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এসে শেষ হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মুক্তিযোদ্ধা তবিবুর রহমান।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন