মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ইঞ্জিন বিকল :সাগরে ভাসতে থাকা  ৯ জেলে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,সাতক্ষীরা

নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ৯জন জেলেকে মান্দারবাড়িয়া এলাকা থেকে উদ্ধার করেছে বন বিভাগের সদস্যরা। গত ২আগস্ট সকাল ১০টার দিকে তাদেরকে উদ্ধারের পর শুক্রবার (৪ আগষ্ট) সন্ধ্যা ৬টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ কার্যালয়ে আনা হয়। সেখান থেকে এসব জেলেদের বাড়ির উদ্দেশ্যে ছেড়ে দেয়া হয়ে বলে জানান বনবিভাগের কর্মকর্তারা।
উদ্ধারকৃত জেলেরা হলেন, পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার হোগলপাতি গ্রামে মৃত মজিদের ছেলে খলিল, খলিলের ছেলে মানিক, দুলাল ও হেলাল, একই গ্রামের জয়নালের ছেলে আলাউদ্দিন, রশিদ এর ছেলে ছায়েদ, সুনা মিয়ার ছেলে খলিল, উলুবেরিয়া গ্রামের কাদের বিশ্বাসের ছেলো শহিদুল ইসলাম ও বাগেরহাট জেলার শরণখোলা থানার বকুলতলা গ্রামের লতিফ মৃধার ছেলে জিয়া উদ্দিন মৃধা।
উদ্ধারকৃত জেলেরা বলেন, ইলিশ মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে অবস্থানকালে বৈরী আবহাওয়ার মধ্যে পড়ে তারা। এরমধ্যে ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। এ সময় দিক হারা হয়ে  সাগরেই ভাসতে থাকি আমরা। একপর্যায়ে জীবনে বেঁচে ফিররো এমন আশা ছেড়ে দিয়েছিলাম। পরে ভাগ্যক্রমে সাতক্ষীরা রেঞ্জের  মান্দারবাড়িয়া ফাঁড়ির বন বিভাগের একটি টহল দলের নজরে পড়লে তারা আমাদের উদ্ধার করে নিয়ে আসে।
সাগর থেকে উদ্ধার কৃত জেলে, ট্রলার মাঝি খলিল বলেন, বনবিভাগের সহযোগিতায় আমারা গ্রাণ ফিরে পেয়েছি, তিন দিন সাগরে ভাসা অবস্থায় আমারা একরকম প্রাণের মায়া ছেড়ে দিয়ে ছিলাম। কিন্তু পরে  বনবিভাগের সদস্যদের দেখাপেয়ে নতুন করে বাঁচার উপায় খুঁজে পেলাম।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম কে এম ইকবাল হোসাইন চৌধুরী বলেন, ৯জন জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। তারা সাগরে ভাসতে ভাসতে সাতক্ষীরা রেঞ্জের বাইরে মান্দারবাড়িয়া এলাকায় পৌঁছায়। সেখানে বন ফাঁড়ির একটি টহল দল বুধবার তাদের উদ্ধার করে। এরপর থেকে তারা বন বিভাগের হেফাজতে ছিল। শুক্রবার সন্ধ্যায় তাদের নিরাপদে মুক্ত করে দেয়া হয়েছে। তাদের কাছে ইলিশ মাছ ধরার পাশ পারমিট পাওয়া গেছে। বৈধভাবেই সাগরে মাছ ধরছিলেন এসব জেলেরা।
তিনি আরও বলেন, গত বছরও আগস্ট মাসে বন বিভাগ ৬৫ জন বিপদগ্রন্থ জেলেকে উদ্ধার করেছিল এবং তাদেরকে নিরাপদে বাড়ি যাওয়ার ব্যবস্থা করেছিল।
খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন