মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

নারী ফুটবলারদের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

খুলনায় অনূর্ধ্ব ১৭ দলের নারী ফুটবলার সাদিয়া নাসরিন ও মঙ্গলী বাগচীর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরাসহ দুটি সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার (৩ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনের সড়কে এই মানববন্ধন কর্মসুচির আয়োজন করা হয়।

প্রথম আলোর স্টাফ রির্পোটার কল্যান ব্যানার্জির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাভাপতি মমতাজ আহমেদ বাপী, সাংবাদিক কাজী শওকত হোসেন ময়না, এম.বেলাল হোসাইন, মানবাধিকার কর্মী শেখ ফারুক হোসেন, প্রথম আলো বন্ধুসভার প্রচার সম্পাদক তারিক ইসলাম, স্টুডেন্ট ফুটবল একাডেমীর পরিচালক খন্দকার আরিফ হাসান প্রিন্স, নারী ফুটবলার জাহানারা খাতুন, তানিসা, খুকুমনি, সেলিনা, আর্থি, অন্তরা প্রমুখ।

বক্তারা এ সময় খুলনায় অনূর্ধ্ব ১৭ দলের নারী ফুটবলার সাদিয়া নাসরিন ও মঙ্গলী বাগচীর উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে এ ঘটনায় যারা জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির জোর দাবি জানান। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার সভাপতি কর্ণ বিশ্বাস।

খুলনা গেজেট/ বিএম শহিদুল

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন