মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক ৩

নিজস্ব প্রতিবেদক,সাতক্ষীরা

বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকার কোবাদক স্টেশন সংলগ্ন নাগজোড়া খাল থেকে তিন বনজীবিকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। সোমবার (১৭ জুলাই) ভোর রাতের দিকে কদমতলা স্টেশন কর্মকর্তা মোঃ ফজলুল হকের নেতৃত্বে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ছোট ভেটখালী গ্রামের মৃত আব্দুল সানার ছেলে মোঃ হাফিজুল সানা(৩৯), ফজলে সানার ছেলে মোঃ আজিজুল সানা (৩৬) ও মৃত আব্দুল মজিদ গাজীর ছেলে মোঃ শফিকুল গাজী (৪৪)। এসময় অব্যবহৃত একটিসহ বিষের দুটি বোতল, জাল ও নৌকা জব্দ করা হয়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক(এসিএফ)  ইকবাল হোসাইন চৌধুরী ঘটনার  সত্যতা নিশ্চিত করে জানান, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আটককৃতরা অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে বিষ প্রয়োগ করে মাছ শিকার করছিল। হাতেনাতে আটকের পর ফরেস্ট রেঞ্জার ফজলুল হক বাদি হয়ে অবৈধ অনুপ্রবেশসহ বিষ প্রয়োগে মৎস্য সম্পদের ক্ষতির অভিযোগে মামলা দিয়ে তাদেরকে আদালতে পাঠিয়েছে।
খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন