বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

সাতক্ষীরায় সুজন’র উদ্যোগে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটি। শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজ মোড়ে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

পরে বেলা ১২টায় মেহেদীবাগস্থ আরা এনজিও অফিসে সুজনের জেলা কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সহ-সভাপতি মঞ্জুর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ এ,বি,এম, সেলিম, এ্যাডঃ শেখ সিরাজুল ইসলাম, মোঃ আবুল কালাম, প্রভাষক ইদ্রিস আলী, অধ্যক্ষ আবু নছর, শাকিবুর রহমান, মেহেদী হাসান, এ্যাডঃ সরদার সাইফ, মোঃ রোকনুজ্জামান, নাজমুল আরেফিন, তৈমুর হাসান, এ্যাডঃ সেলিনা আক্তার, লিলি জেসমিন, আবু ছালেক, হাসিনা খাতুন, বোরহান উদ্দিন, আবু সাইদ, আকাশ হোসেন, আব্দুল গফুর, মোঃ নাহিদ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, দেশে নারী, শিশু নির্যাতন, ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে এবং সাতক্ষীরাতে ৩টি উপজেলায় ধর্ষণের ঘটনা ঘটেছে। সম্প্রতি লঞ্চে ও বাসে নারীকে গণধর্ষণ করা হয়েছে। দেশে সম্প্রতি ঘটে যাওয়া সকল ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা ধর্ষণকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার কার্যক্রম শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন