মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

আনুলিয়া ইউপি চেয়ারম্যানসহ বিএনপির ১৮ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় পৃথক নাশকতার মামলায় আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস ও জেলা বিএনপির যুগ্ম-অহবায়ক শেখ তারিকুল হাসান সহ ১৮ বিএনপি নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করেছে আদালত। উচ্চ আদালতের অন্তবর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ার পূূর্বে আদালতে নির্দেশনা মোতাবেক বুধবার (১২ জুলাই) ও বৃহস্পতিবার (১৩ জুলাই) পৃথকভাবে সাতক্ষীরা দায়রা জজ আদালতে জামিনের আবেদন জানালে বিচারক চাঁদ মোহাম্মদ আবদুল আলিম আল রাজী তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, সাতক্ষীরার আশাশুনি থানার নাশকতা মামলায় উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন পান উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল কুদ্দুস ও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ শওকত হোসেন। এই জামিনের মেয়াদ শেষ হওয়ার পূর্বে তারা উচ্চ আদালতে নির্দেশে বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন জানায়। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক চাঁদ মোহাম্মদ আবদুল আলিম আল রাজী উভয় পক্ষের শুনানী শেষে শওকত হোসেনের জামিন মঞ্জুর করেন এবং ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস এর জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এদিকে সাতক্ষীরা সদর থানা ও পাটকেলঘাটা থানার দুটি নাশকতা মামলায় জেলা বিএনপির যুগ্ম-অহবায়ক শেখ তারিকুল হাসান, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুলসহ ১৭ বিএনপি নেতাকর্মী উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন পান। এই জামিনের মেয়াদ শেষ হওয়ার পূর্বে তারা উচ্চ আদালতে নির্দেশে বুধবার সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন জানায়। শুনানী শেষে আদালতের বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

সাতক্ষীরা জজ আদালতের পিপি অ্যাডঃ আবদুল লতিফ জামিন আবেদন নাকচ করে ১৮ বিএনপি নেতাকর্মীকে কারাগারে প্র্ররণের বিষয়টি নিশ্চিত করেন।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন