বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

সাতক্ষীরায় ধান ক্ষেত থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ধান ক্ষেত থেকে তৃতীয় শ্রেণীর ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের ঝিটকা গ্রামের একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শিশুর নাম হৃদয় মন্ডল (৯)। সে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের ঝিটকা গ্রামের বিকাশ মন্ডলের ছেলে ও ঝিটকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, হৃদয় মন্ডল বৃহস্পতিবার বিকালে বাড়ির পাশে এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যায়। কিন্তু পড়া শেষে সন্ধ্যা পেরিয়ে গেলেও সে আর বাড়ি ফিরে আসেনি। হৃদয় বাড়িতে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখঁজি শুরু করে। কিন্তু কোথাও তার খোঁজ পাওয়া যায়নি। শুক্রবার সকালে পথচারীরা ঝিটকা গ্রামের একটি ধান ক্ষেতে এক শিশুর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে ধান ক্ষেত থেকে হৃদয় মন্ডলের লাশ উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে এসেছি। ধান ক্ষেত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তে শেষে তার মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন