মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতি‌বেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার পাটকেলঘাটায় পানিতে ডুবে আবীর শেখ (৭) নামে শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ জুন) সকাল ১০ টার দিকে পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের ভারশা গ্রামে ঘটনাটি ঘটে।

শিশু আবীর শেখ একই এলাকার মৃত আসাদুল শেখের ছেলে।

মৃতের প্রতিবেশী শৈশব আহমেদ সাগর জানায়, সকাল ১০টার দিকে খেলার ছলে বাড়ির কাছে একটি কালভার্ট এর পাশে দাড়িয়ে ছিল শিশু আবীর। এ সময় অসাবধানতা বশতঃ হঠাৎ সে খালের পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা টের পেয়ে খালে ডুবে থাকা অবস্থায় উদ্ধার করে পাটকেলঘাটা বাজারের স্বাগতা ক্লিনিকে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মধুসুদন মন্ডল তাকে মৃত বলে ঘোষণা করেন।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন