মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

দেবহাটায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার দেবহাটায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ জুন) উপজেলার কুলিয়া ইউনিয়নের নুনখেলা গ্রামে বাড়ির পাশে খালের ধারে খেলা করার সময় বিকেলে সে পানিতে পড়ে যাওয়ার পর সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত শিশু সাদিকুল ইসলাম সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের নুনখেলা গ্রামের ইউনুচ আলী গাজীর ছেলে।

কুলিয়া ইউপির ৭ নং ওয়ার্ডের সদস্য বিধান সরদার জানান, শুক্রবার বিকেলে শিশু সাদিকুল ইসলাম বাড়ির পাশে খালের ধারে খেলা করছিল। এসময় হঠাৎ সে খালের পানিতে পড়ে যায়। এর পর থেকে সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুজির পর সন্ধ্যায় খালের পানি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

খুলনা গেজেট/এসজেড

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন