শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

সাতক্ষীরায় স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

ভারতে পাচারকালে সাতক্ষীরার কাজীরহাট সীমান্ত এলাকা থেকে ৩পিচ স্বর্ণের বারসহ মজনু খান নামের এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। শুক্রবার (১৬ জুন) বিকালে কলারোয়া উপজেলার কাজীরহাট ঠাকুরবাড়ি সীমান্ত এলাকা থেকে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয় । আটক স্বর্ণ চোরাকারবারি মজনু খান মানিকগঞ্জের সিংড়া উপজেলার চাড়াভাঙ্গা গ্রামের বাসিন্দা।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আশরাফুল হক জানান, কাজীরহাট ঠাকুরবাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন বিজিবি ঝাউডাঙ্গা ক্যাম্পের হাবিলদার ফারুক হোসেন।

ঠাকুরবাড়ি সীমান্ত এলাকায় গোপনে অবস্থান নেওয়া একপর্যায়ে বিকাল পাঁচটার দিকে আভিযানিক দল স্বর্ণের বার বহনকারী মজনু খানকে আটক করে। পরে আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে তার হাতে থাকা ব্যাগের ভিতরে টেপ দিয়ে মোড়ানো ৩টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত সোনার ওজন ৩৪৯ গ্রাম ৯২০ মিলিগ্রাম, যার মূল্য প্রায় ২৯ লাখ ৫৩ হাজার টাকা।

আটক আসামীকে কলারোয়া থানায় সোপর্দ ও সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন