বুধবার । ২৮শে জানুয়ারি, ২০২৬ । ১৪ই মাঘ, ১৪৩২

সাতক্ষীরায় ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনিতে সাত বছরের কন্যা শিশু ধর্ষণ মামলার আসামি তরিকুল ইসলামকে (১৮) ভারতে পালিয়ে যাওয়ার প্রাক্কালে সুন্দরবন এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার রাত ১২ টারদিকে সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার পূর্ব কাশিমাড়ি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিআইডি’র প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী নিজের অপরাধের কথা স্বীকার করেছে।

গ্রেপ্তারকৃত তরিকুল ইসলাম সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাসিমাবাদ গ্রামের শিহাবুর রহমানের ছেলে। বর্তমানে তিনি ভারতে থাকেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় সাতক্ষীরার সিআইডি’র বিশেষ পুলিশ সুপার আনিচুর রহমান তার কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে বলেন, বারবার স্থান বদল শেষে শিশু ধর্ষণে অভিযুক্ত তরিকুলকে ভারতে যাওয়ার প্রাক্কালে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সিআইডি’র দুটি টিম বুধবার রাত রাত ১২ টারদিকে সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার পূর্ব কাশিমাড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তরিকুলকে আশাশুনি থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

পুলিশ সুপার আনিচুর রহমান জানান, গত সোমবার দুপুুর ২টার দিকে তরিকুল ইসলাম মোবাইলে ছবি দেখানোর কথা বলে এক মেয়ে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করে বলে তার মা আশাশুনি থানায় দায়ের করা মামলায় অভিযোগ করেন। সোমবার রাতে আশাশুনি থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার শিশুটি আদালতে ২২ ধারায় জবানবন্দি দেয়। এরপর সিআইডি শিশু ধর্ষণে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করতে সর্বোচ্চ গোপনীয়তায় অভিযান চালাতে থাকে। একপর্যায় ভারতে পালিয়ে যাওয়ার প্রাক্কালে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়। গ্রেপ্তার হওয়ার পর তরিকুল সিআইডি’র প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপরাধের কথা স্বীকার করেছে।

 

খুলনা গেজেট/ কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন