মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

এক মাস পর সাতক্ষীরায় অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

অপহরণের এক মাস পর দশম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ জুন) ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী মুন্নাকে গ্রেপ্তার করে পুলিশ।

সাতক্ষীরা পুলিশ লাইন্স কনফারেন্স রুমে শনিবার (৩ জুন) বেলা সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আমিনুর রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৯ এপ্রিল সকাল ৮টার দিকে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে কোচিংয়ে যাওয়ার পথে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় সংগ্রাম হাসপাতালের সামনে নিজ বাড়ি থেকে ওই ছাত্রীকে অপহরণ করা হয়। মুখে রোমাল দিয়ে চেতনানাশক প্রয়োগ করে মুন্না অজ্ঞাত কয়েকজনের সহায়তায় তাকে অপহরণ করে। পরে তাকে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় নিয়ে একটি পরিত্যক্ত ঘরে এক মাস আটকিয়ে রেখে শারীরিক নির্যাতন করে।

ভিকটিম অপহরণকারীর মোবাইল ফোন থেকে বাড়িতে ফোন দিয়ে অপহরণের ঘটনা জানালে তার মা বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। তার প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে পুলিশ ভিকটিমকে উদ্ধার করেছে। একই সঙ্গে অপহরণকারী মুন্নাকে গ্রেপ্তার করা হয়। অপহরণকারীর জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে, জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন