মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

নদ-নদী অববাহিকার অবস্থা ও জনগণের প্রত্যাশা শীর্ষ মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের উপকূলীয় নদ-নদী এবং কপোতাক্ষ নদ ও বেতনা-মরিচ্চাপ নদী অববাহিকার বর্তমান অবস্থা ও জনগণের প্রস্তাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ মে) বেলা ১২ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সাথে পানি কমিটির মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ ও কেন্দ্রীয় পানি কমিটির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে সভার সার সংক্ষেপ উপস্থাপন করেন, অধ্যাপক হাসেম আলী ফকির।

সভায় মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি প্রাক্তন অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আবু আহমেদ, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, এম কামরুজ্জামান, পানি কমিটির নেতা অধ্যাপক রেজাউল ইসলাম, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা কপোতাক্ষ নদ অববাহিকায় তালার পাখিমারা বিলে টিআরএম কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি কৃষকদের জমির ক্ষতিপূরণ প্রদান, পেরিফেরিয়াল বাঁধ সংস্কার, বেতনা-মরিচ্চাপ নদী খননে আইডব্লিউএম এর সুপারিশ অনুয়ায়ী টিআরএম পদ্ধতি যুক্ত করার কথা তুলে ধরেন।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন