সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে রাশেদ গাজী (৫২) নামে এক ব্যক্তি মৃত্যু হয়েছে । বুধবার (৩মে) বেলা দেড়টার দিকে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চৌধুরীআটি গ্রামে এ ঘটনা ঘটে । রাশেদ গাজী সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার চৌধুরীআটি গ্রামের মৃত জফর গাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে পুকুরে গোসল করতে যান রাশেদ গাজী। দীর্ঘক্ষণ বাড়িতে না আসায় অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে বিকাল ৫ টার দিকে ভাতিজা জামাল উদ্দীন পুকুর থেকে রাশেদ গাজীর লাশ উদ্ধার করেন।
রাশেদ গাজী দীর্ঘদিন যাবত মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খিুলনা গেজেট/কেডি