মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

তালায় বৃদ্ধের আত্মহত্যা

তালা প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলায় আব্দুল করিম (৮০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার গৌরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল করিম কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা ও গৌরিপুর গ্রামের বাসিন্দা।

কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, আব্দুল করিম শারীরিকভাবে অসুস্থ ছিলেন। বেশ কিছুদিন আগে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অপারেশন করেছেন। বুধবার ভোর রাতে সবার অজান্তে ঘরের বারন্দায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন তিনি। তবে কি কারণে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পারিবারিকভাবে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন