শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

রাসায়নিক দিয়ে পাকানো অপরিপক্ক ৭ টন আম বিনষ্ট করল প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা 

সাতক্ষীরার দেবহাটায় অভিযান চালিয়ে রাসায়নিক দিয়ে পাকানো বিপুল পরিমাণ অপরিপক্ক আম জব্দ করেছে প্রশাসন। সোমবার (১ মে) দুপুরে দেবহাটা ফুটবল মাঠে জব্দকৃত আম বিনষ্ট করা হয়।

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর যৌথ অভিযান চালিয়ে এসব অপরিপক্ক আম জব্দ করেন।

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, রোববার রাতে উপজেলার সখিপুর মোড় থেকে রাসায়নিক দিয়ে পাকানো ট্রাক ভর্তি ৭ টন অপরিপক্ক পাঁকা আম ঢাকায় পাঠানোর সময় জব্দ করা হয়েছে। সোমবার দুপুরে আমগুলো বিনষ্ট করা হয়।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন