মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় পক্ষকাল ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় পক্ষকাল ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন,সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরাসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

বৈশাখী মেলা উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, এবারের পহেলা বৈশাখ পবিত্র রমজান মাসে পড়ায় যথাসময়ে মেলার আয়োজন করা যায়নি। তাই দেরীতে হলেও শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ মেলার উদ্বোধন করা হলো। আশা করি এ মেলা সাতক্ষীরাবাসির হৃদয় জয় করবে।

প্রসঙ্গত এবারের এ মেলায় ১’শ টি স্টল তাদের নিজ নিজ পণ্য নিয়ে বসেছে। মেলা চলবে দু’সপ্তাহব্যাপী। স্টলগুলোতে মনোহরী সামগ্রী কেনার সুযোগসহ চিত্তবিনোদনের জন্য রয়েছে নানা উপকরণ।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন