মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় আহ্ছানিয়া মিশন তরুণ প্রজন্ম সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা হজরত শাহছুফী খানবাহাদুর আহ্ছান‌উল্লা (র.) জন্মসার্ধশতবর্ষ উপলক্ষে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন ও খানবাহাদুর আহ্ছান‌উল্লা ইনস্টিটিউট এর আয়োজনে আহ্ছানিয়া মিশন তরুণ প্রজন্ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। র‌ওজা শরীফ প্রাঙ্গণে রোববার (২৩ এপ্রিল) সকাল ৯টায় অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের আহ্বায়ক অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আহছান‌উল্লা ইনস্টিটিউট এর মহাপরিচালক এ এফ এম এনামুল হক, কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সদস্য সচিব ডা. নজরুল ইসলাম, ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য বিভাগের পরিচালক ইকবাল মাসুদ, দরবার শরীফের খাদেম আলহাজ্জ আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ তোফায়েল আহমেদ, রাশেদ আহমেদ চৌধুরী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আহ্ছানউল্লা ইনস্টিটিউট এর পরিচালক মনিরুল ইসলাম।

এ সম্মেলনে সাতক্ষীরা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চার শতাধিক ছাত্রী-ছাত্রী ও আহ্ছানিয়া মিশনের বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে খানবাহাদুর আহ্ছান‌উল্লা জীবনালেখ্য নিয়ে রচনা প্রতিযোগিতার তিনটি বিভাগের ছাত্র বিজয়ী ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন