মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

পিতার জন্য ভাত নিয়ে যাওয়া হলো না তরিকুলের

তালা প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলায় বাসের চাপায় মো. তরিকুল ইসলাম (২৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। তার বাড়ি তালা উপজেলার দাদপুর গ্রামে। তিনি নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে পিতার জন্য ভাত নিয়ে যাচ্ছিল।

তরিকুলের চাচাতো ভাই তৌহিদুজ্জামান জানান, ‘রোববার রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলে করে মির্জাপুর বাজারে বাবার ব্যবসা প্রতিষ্ঠানে ভাত নিয়ে যাচ্ছিল তরিকুল। এ সময় হঠাৎ সাতক্ষীরাগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাটকেলঘাটার একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখান থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই রাত ১টার দিকে তিনি মারা যান।’

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, বাসটি জব্দ করেছে চুকনগর হাইওয়ে পুলিশ। বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন