শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

ভারতে পাচারকালে  ভোমরা সীমান্তে ৩পিচ স্বর্ণের বারসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা

ভারতের পাচারকালে সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ৩০ ভরি ওজনের ৩পিচ স্বর্ণের বারসহ এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার (১২ এপ্রিল) দুপুরের দিকে যশোর কাস্টমসের শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা ভোমরা কাস্টমসের সামনে থেকে এই স্বর্ণ সহ পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়।

আটক পাসপোর্ট যাত্রীর নাম মোহাম্মদ নাফিজ শেখ (৩২)। তিনি মুন্সিগঞ্জ সদর থানার কপিবাগ পঞ্চাশহর এলাকার বাসিন্দা।
ভোমরা কাস্টমস কর্তৃপক্ষ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর কাস্টমসের শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা ভোমরা কাস্টমার অফিসের সামনে থেকে পাসপোর্ট-যাত্রী নাফিজ শেখ কে আটক করে। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ৩০ ভরি ওজনের ৩পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। ভারতে পাচারের জন্য সে ভোমরা শুল্ক স্টেশন দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ২৯ লাখ ২২ হাজার টাকা।
ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা ভামাজরিয়া হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন