মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

 দুই নারী ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জে দুই নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার (১০ এপ্রিল) সকালে উপজেলার চাম্পাফুল ইউনিয়নের বালাপোতা বাবার ধামে আসা হাজারো ভক্তের সাথে মিশে গিয়ে দুই নারীর গলার চেইন ছিনতাই করে পালানোর সময় তাদের হাতে নাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন, সাজিদা ওরফে স্বপ্না (২৩) ও পারভীন (২৫)। তাদের বাড়ি সিলেটে, তবে তারা রংপুর বস্তিতে থাকেন বলে জানিয়েছে।

চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন বলেন, চাম্পাফুল ইউনিয়নের বালাপোতা বাবার ধামে চড়ক পূজা চলছে। এ উপলক্ষে সেখানে হাজারো মানুষের ভীড়। এরই মধ্যে সাতক্ষীরার বাশদহা গ্রামের বৃন্দাবন মজুমদারের মেয়ে জিতা মজুমদার (২২) ও শ্যামনগর উপজেলার কলবাড়ি গ্রামের স্কুল শিক্ষিকা কল্পনা গাইন (৩৮) এর গলার স্বর্ণের চেইন ছিনতাই করে পালানোর সময় সাজিদা ওরফে স্বপ্না (২৩) ও পারভীন (২৫) নামের দুই নারীকে হাতে নাতে আটক করা হয়। পরে তাদের কালিগঞ্জ থানায় পুলিশে সোপার্দ করা হয়েছে।

কালিগঞ্জ থানার ডিউটি অফিসার আসমা পারভীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন