বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

তালায় সড়ক দুর্ঘটনায় আহত খোকনের মৃত্যু

তালা প্রতিনিধি

সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় আহত খোকন শেখ (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৩ অক্টোবর) রাত ৮টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। খোকন তালা উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর গ্রামের মৃত আব্দুল জব্বার শেখের ছেলে।

গত বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা রাতে খেশরা ইউনিয়নের বালিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হলে তাকে প্রথমে তালা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৮টার দিকে খোকন শেখের মৃত্যু হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন