মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ভোমরা সীমান্তে ৬টি স্বর্ণের বারসহ পাসপোর্টধারী যাত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ৬শ’ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বার সহ পাসপোর্টধারী যাত্রীকে গ্রেপ্তার করেছে যশোর শুল্ক গোয়েন্দা শাখার কর্মকর্তারা। শুক্রবার (১৭ মার্চ) বেলা দেড়টার দিকে ভোমরা শুল্ক ষ্টেশন এলাকা থেকে ওই স্বর্ণের বার সহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ওই যাত্রী শুভংকর কুমার পাল নড়াইল জেলার কালিয়া থানার মাওলি গ্রামের বিকাশ কুমার পালের ছেলে।

ভোমরা শুল্ক ষ্টেশন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখার কর্মকর্তারা জানতে পারেন সাতক্ষীর ভোমরা বর্ডার দিয়ে স্বর্ণের চালান পার হবে। এমন সংবাদের ভিত্তিতে তারা সেখানে অবস্থান নেয়। শুক্রবার বেলা দেড়টার দিকে সাতক্ষীরার ভোমরা শুল্ক ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে শুভংকর কুমার পালকে আটক করে। এসময় তার দেহ তল্লাশী চালিয়ে ৬শ’ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দা শাখার কর্মকর্তারা। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ৪৬ লাখ ৩০ হাজার টাকা।

ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারি পুলিশ পরিদর্শক মাজরিহা হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুভংকর কুমার পাল পাসপোর্টে ভারতে যাওয়ার জন্য ভামরা শুল্ক ষ্টেশন এলাকায় এসেছিল। কাস্টমে ঢোকার পূর্ব মুহুর্তে যশোর শুল্ক গোয়েন্দা শাখার কর্মকর্তারা ৬টি স্বর্ণের বার সহ তাকে আটক করে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন