Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

তালায় নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের মাঠ দিবস

তালা প্রতিনিধি

সাতক্ষীরার তালায় পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ইসলামকাটি ইউনিয়নের গোপালপুর গ্রামে সামাজিক দূরত্ব বজায় রেখে মাঠদিবসের আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ।ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুভাস সেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসবে বক্তৃতা করেন তালা উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) শুভ্রাংশু শেখর দাশ।

এসময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, আগ্রহী কৃষান-কৃষানি এবং ব্লকের
উপসহকারী কৃষি কর্মকর্তাদের উপস্থিতিতে কৃষিকে নিরাপদ ও লাভজনক ব্যবসায়ে পরিণত করতে সর্বদা কৃষকের পাশে থেকে সেবা প্রদানের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন বক্তরা।

উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎকুমার বলেন, ‘বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক উপজেলা কৃষি বিভাগ যেভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে তা প্রশংসার দাবি রাখে।’

তালা উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) শুভ্রাংশু শেখর দাশ বলেন, ‘আমরা খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্নতা অর্জন করেছি, এখন প্রয়োজন নিরাপদ খাবার। উৎপাদনের ক্ষেত্রে পরিবেশ বান্ধব কৌশল ব্যবহারের মাধ্যমে নিরাপদ ফসল নিশ্চিত করা জরুরি।’

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন