মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১০ টার দিকে মরিয়ম (৩) নামের এক কন্যাশিশুর করুণ মৃত্যু হয়েছে। শনিবার (৪ মার্চ) বেলা ১০টার দিকে কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের রামভদ্রপুর গ্রামে এঘটনা ঘটে। মৃত শিশুটি উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের রামভদ্রপুর গ্রামে মোঃ আব্দুস সালামের ৩ বছরের শিশু কন্যা মরিয়ম।

মৃতের চাচাতো ভাই আরিফুল ইসলাম জানান, শিশু মরিয়ম সকালে বাড়ির পাশে একটি পুকুরের ধারে খেলা করছিল। এসময় সকলের অজান্তে পা পিছলে পানিতে পড়ে যায় শিশুটি। তার কোন খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা খোজাখুজির এক পর্যায়ে পুকুরে তার লাশ ভেসে থাকতে দেখেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎস্যক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে কলারোয়া থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, পরিবারের অনুরোধে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাসিরুদ্দিন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন