মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় বিদ্যুৎ স্পষ্ট হয়ে ডেকোরেটর শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় ওয়াজ মাহফিলের গেটের আলোকসজ্জা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ডেকোরেটার শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় মদিনা মসজিদের কাছে এই ঘটনা ঘটে।

নিহত ডেকোরেটর শ্রমিকের নাম মোঃ রেজওয়ান আলী ঢালী (২৮)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের মো: কুদ্দুস ঢালীর ছেলে। রেজওয়ান সাতক্ষীরা শহরের বদ্দিপুর কলোনিতে বসবাস করতেন।

স্থানীয় এলাকাবাসী জাহাঙ্গীর হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় মদিনা মসজিদের সামনে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় উৎসব ডেকোরেটর এই মাহফিলের আলোকসজ্জার কাজ করছিল। বেলা ১১ টার দিকে উৎসব ডেকোরেটরের শ্রমিক রেজওয়ান আলী মাহফিলের গেটের লাইটের বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য তার মসজিদের পাশ দিয়ে বয়ে যাওয়া ৪৪ লাইনের উপর দিয়ে নেয়ার চেষ্টা করছিল। এ সময় তার ছুড়ে দেওয়া বিদ্যুতের তার ১১ হাজার ভোল্টের তারের উপরে গিয়ে পড়ে। এতে বিদ্যুৎ সৃষ্ট হয়ে সে গুরুতর আহত হয়।

তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা গেজেট/ বি এম এস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন