Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে সাতক্ষীরা জেলা আ’লীগের অনুষ্ঠান স্থগিত

সাতক্ষীরা প্রতিনিধি

আওয়ামী লীগ সভানেত্রী, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীতে সভা আহবান করা হয়। সকালে শহরে মাইক প্রচারের মাধ্যমে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষে অনুষ্ঠান স্থগিত করার ঘোষণা দেওয়া হয়।

এর আগে সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক মো: শাহজাহান আলী আজ সোমবার বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমীতে অনুরূপ কর্মসূচি আহবান করে।

পরবর্তীতে সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নিজেকে দাবী করে একই সময়ে একই স্থানে অনুরূপ কর্মসূচি আহবান করেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের অনুমোদিত কমিটির ৩নং সদস্য মো: শহিদুল ইসলাম। এর পরিপেক্ষিতে জেলা প্রশাসন কোন পক্ষকেই শিল্পকলা একাডেমী ব্যবহারের অনুমতি প্রদান করেনি।

খুলনা গেজেট /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন