মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরভ্যান চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জে মোটরভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আজিজুর রহমান (১৫) নামে এক কিশোর চালকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে কালিগঞ্জ উপজেলাধীন কালিগঞ্জ-তালতলা সড়কের বিষ্ণুপুর ইউনিয়নের হোগলা প্রাইমারি স্কুলের সামনে এঘটনা ঘটে।

নিহত মোটরভ্যান চালক আজিজুর রহমান সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের কলিযোগা গ্রামের জাফর মোড়লের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজিজুর রহমান তার ভাড়ায়চালিত মোটরভ্যান নিয়ে মুকুন্দমধুসূদনপুর চৌমুহনী এলাকা থেকে কালিগঞ্জের দিকে যাচ্ছিল। পতিমধ্যে হোগলা পাইমারি স্কুলের সামনে পৌছানোর পর দ্রুতগতির মোটরভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় গুরুতর আহত হয় আজিজুর রহমান। স্থানীয়রা তাকে স্থানীয়রা উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ায় পথে তার মৃত্যু হয়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হালিমুর রহমান বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/ বিএমএস

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন