মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ২৪ দশমিক ৮ কিলোমিটার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

দেশব্যাপি ৫১টি জেলায় ২০০০কিলোমিটার উন্নয়নকৃত মহাসড়কের মধ্যে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ২৪ দশমিক ৮ কিলোমিটার সড়কের উদ্বোধন করা হয়েছে।  সাতক্ষীরা জেলা প্রশাসন এবং সড়ক ও জনপদ বিভাগের যৌথ ব্যবস্থাপনায় বুধবার (২১ ডিসেম্বর) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান মন্ত্রীর শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই সড়কের উদ্বোধন করেন।

ভার্চুয়ালি এ সময় সাতক্ষীরা প্রান্তে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড মোস্তফা লুৎফুলাহ, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরা উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউলাহ আল হাদী, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান, সড়ক ও জনপদ বিভাগ সাতক্ষীররা নিবাহী প্রকৌশলী আজহারল ইসলাম, এলজিইডি সাতক্ষীরার প্রধান নিবাহী প্রকৌশলী সুজায়েত হোসেন, জেলা সমাজসেবা অধিদফতর সাতক্ষীরা উপ- পরিচালক সন্তোষ কুমার নাথ, শ্যামনগর উপজেলা পরিষদেও চেয়ারম্যান আতাউল হক দোলন প্রমুখ।

উল্লেখ্য, খুলনা বিভাগের ৮টি জেলায় ১৬টি মহাসড়কের ৩৫২ কিলোমিটারে ব্যয় ধরা হয়েছে মোট ১৫৬৮ কোটি টাকা। এর মধ্যে সাতক্ষীরা-খুলনা মহাসড়ক (আর-৭৬০) উন্নয়নে মোট ২৪ দশমিক ৮ কিলোমিটার সড়কে ব্যয় ধরা হয়েছে ১১০ দশমিক ২৩ কোটি টাকা।

খুলনা গেজেট/ বিএমএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন