বুধবার । ২৮শে জানুয়ারি, ২০২৬ । ১৪ই মাঘ, ১৪৩২

দেশব্যাপী নারী ধর্ষণ, হত্যা, আত্মহত্যায় বাধ্য করার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

দেশব্যাপী নারী ধর্ষণ, হত্যা, আত্মহত্যায় বাধ্য করাসহ বিভিন্নভাবে নারী নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন করেছে কয়েকটি সংগঠন। রবিবার বেলা ১১টায় সাতক্ষীরা শহরের শহীদ আলাউদ্দিন চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখা এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে স্বদেশ, আইন ও শালিশ কেন্দ্র, এইচআরডিএফ, সাতক্ষীরা জেলা শাখা ও প্রথম আলো বন্ধুসভার অংশগ্রহণে সাভারে নীলা রায় হত্যা, খাগড়াছড়ির প্রতিবন্ধী আদিবাসী কিশোরী ধর্ষণ, সিলেটে গৃহবধুকে গণধর্ষণ, তালায় বিউটি মন্ডলের আত্মহত্যা, পাটকেলঘাটায় টুম্পার আত্যহত্যাসহ নারী ধর্ষণ, হত্যা, আত্মহত্যা প্ররোচণার প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ আব্দুর হামিদ। সঞ্চালন করেন বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারী জোৎস্না দত্ত। বক্তৃতা করেন চুপড়িয়া মহিলা সংস্থার সভানেত্রী মরিয়ম মান্নান, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী, সুশীলনের কর্মসূচী সম্ময়নকারী জাবেদ হোসেন, হেড সংস্থা নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, ভূমিহীন নেতা আলীনুর বাবলু প্রমুখ। মানববন্ধনে বক্তরা উক্ত ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবি জানান।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন