মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় জামায়াত নেতা মুকুল মাস্টার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

নাশকতার মামলায় সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়ন জামায়াতের সাবেক আমির ও বল্লী মুজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক একেএম আজাহারুজ্জামান মুকুলকে(৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে নিজ কর্মস্থলের প্রধান ফটক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত একেএম আজাহারুজ্জামান মুকুল সাতক্ষীরা সদর উপজেলার হাজীপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

গ্রেফতারকৃত আজাহারুজ্জামান মুকুলের ছেলে তৌফিকুজ্জামান প্রান্ত জানান, তার বাবা প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে তার কর্মস্থল বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে যান। বেলা পৌঁনে ১১টার দিকে তিনি বিদ্যালয়ের মূল ফটকের বাইরে এলে পুলিশ পরিচয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক(অপারেশন) মোঃ তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, বৃহষ্পতিবার বেলা ১১টার দিকে আখড়াখোলা এলাকা থেকে শিক্ষক আজাহারুজ্জামান মুকুলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা এবং সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন